আমি জানিনা কেন!
স্বাধীন দেশ, তবু বল কেন শোনা যায়
এখনো খবরের কাগজের শিরোনাম হয় খুন - খুন!
রাস্তায় হয় ছিনতাই
চলে রক্তের হলিখেলা?
না আমরা জানি না বুঝিনা, জানার চেষ্টাও করিনা।
ভাবি এটা কারো ব্যর্থতা, না হয় রাজনৈতিক কৌশল বা কোন দ্বন্ধের জিত।
এই ভেবে আমাদের মনকে এ থেকে বিচ্ছেদ করি ফেলি।
হয়তবা একদিন শোঁক পালন কারি।
বল! এতে কি ঘুচবে স্বজনদের হাহকার, তাদের অপূর্ণতা?
এখনতো গা কাটা দেয় মনে পরলে পিলখানার কথা
সেই তাজা গরম রক্তের কথা।
তারা তো এখনো ফুপরে ফুপরে কাঁদে
কাঁদে ঐ অবুজ শিশু, পায়না বাবার ¯স্নেহটুকুও।
হ্যা কাঁদে মন আমাদেরও কাঁদে
তবে যখন তা মনে পরে।
কিন্তু এটাতো স্বাধীন দেশ
তবে কেন, এখানে কেন থাকবে, এখনো সেই হায়ানের দল
বল কেন?
যাদের কোন মায়া নেই, ভালোবাসা নেই,
যারা বোঝেনা ভাইয়ের ব্যথিত ব্যাথা
বোঝেনা কোন মায়ের কান্ন।
যাদের নেশাই হল রক্ত আর রক্ত।
যারা তাজা তাজা প্রাণকে কেড়ে নেয়
কেড়ে নেয় পরনের বস্ত্রটুকু
একনকি দুগ্ধপোষ্য শিশুকেও তারা ক্ষমা করে না।
হ্যা Ñ হ্যা অবাক লাগে
যখন আবার দেখি এই হায়ানদের!
যারা এই দেশের ভিতর অট্টালিকা করে
মেতে ওঠে আনান্দে, করে উল্লাস।
তখন আর ভাবিনা আমরা স্বাধীন।
জানো-তখন মনে হয় এদেশ আর আমাদের না।
এ দেশ এখন তাদের হয়ে গেছে
যাদের ভয়ে কম্পিত জাতি
যাদের কন্ঠের আওয়াজে কম্পিত সব
যাদের আছে অগনিত হায়ান সেনা।
যাদের রক্ত দিয়ে হলি খেলার অভ্যাস।
আহ একি!
কেন দিল-
৩০ লক্ষ শহিদ দিল তাদের তাজা রক্ত! বল কেন ?
হ্যা- তারাতো এই মাটির ভিতর সকল দাগ উঠিয়ে ফেলেছিল
তাদের গরম রক্তে ধুয়ে।
তবে আবার কোথা থেকে আসলো এ দাগ?
আমি জানি, না আমি জানি না।
কিভাবে আবার এই দাগ উঠবে?
হ্যা তবে এ জানি, এ দাগ উঠানের মত রক্ত এখনো আছে।
সব ঝরেনি , সব শেষ হয়ে যায়নি , শেষ হয়ে যায়নি।
একদিন এই হায়ানেরা রক্তের হলি খেলতে খেলতে
এই রক্তের সমুদ্রে নিমজ্জিত হবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী
আমরা সব জানি, সব বুঝি___ পাতাল থেকেও উঠে আসে আমাদের নীরবতার এক একটি প্রশ্নের উত্তর, শুধু প্রতিবাদ করার মুখ আজ বন্ধ! যা হোক ভালো লিখেছেন, তবে লেখায় আরেকটু সময় দিলে আরো গোছাতে পারতেন মনে হচ্ছে। শুভ কামনা রইল।।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।